ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

অনলাইনে যোগদান করবেন পদোন্নতি পাওয়া যুগ্ম সচিবরা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৬, ৬ জুন ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাসের কারণে উপসচিব থেকে সদ্য পদোন্নতি পাওয়া যুগ্ম সচিবরা অনলাইনের মাধ্যমে যোগদান করবেন। ই-মেইলের মাধ্যমে তারা তাদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবেন। সশরীরে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসে যোগদান করার প্রয়োজন নেই।

শনিবার (৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।  

এতে বলা হয়েছে, যুগ্ম সচিব পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের সশরীরে মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে যোগদানপত্র প্রদানের প্রয়োজন নেই। যোগদানপত্রটি এই 'secretary@mopa.gov.bd  বা  sa1@mopa.gov.bd' ইমেইলের মাধ্যমে পাঠানোর অনুরোধ করা হলো। 

শুক্রবার (৫ জুন) ১২৩ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দু’টি পৃথক আদেশ জারি করা হয়।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি